• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দ্রব্যমূল্যের লাগাম টানতে আন্দোলনে যাবে বিএনপি 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০১:৫৭ পিএম
দ্রব্যমূল্যের লাগাম টানতে আন্দোলনে যাবে বিএনপি 

সাধারণ মানুষকে রক্ষা করতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে শিগগিরই বিএনপি রাজপথে আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

কেরানীগঞ্জে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর ওপরে হামলার প্রতিবাদসহ সকল নেতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। 

নজরুল ইসলাম খান বলেন, “জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে উপার্জন কাজে আসছে না। সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। চাল, ডাল তেল, নুন, মরিচ, পেঁয়াজ সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুব শিগগিরই আন্দোলনে যাবো। রাজপথে আসবো। দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে, সংগঠন ব্যক্তিকে আহবান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে সাধারণ মানুষ গরীব মানুষকে রক্ষা করার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আন্দোলন করি।” 

এই আন্দোলনের খুব দরকার জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “মানুষ কষ্ট পাচ্ছে। আর মানুষের কষ্ট দূর করাই রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। ক্ষমতায় যাওয়া না যাওয়া কিছু আসে যায় না।”

বারবার পানির দাম বৃদ্ধি সমালোচনা করে নজরুল ইসলাম আরও বলেন, “জনগণের প্রতি সরকারের দায় নাই। বিএনপি অংশ নিলে তখন আর ভোট হয় না। দিনের ভোট রাতে হয়। অংশ না নিলে ১৫৩ জন বিনাভোটে নির্বাচিত হন।”
 
মাথাপিছু জাতীয় আয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মন্ত্রী বলছে প্রতি রাতে আমরা ঘুমাইয়া ঘুমাইয়া বড়লোক হয়ে যাচ্ছি। কিন্তু সবাই টিসিবির ট্রাকের কাছে লাইন দিচ্ছে। মাস্কে মুখ ঢেকে না হয় মাফলার মুখ ঢেকে। কোভিডের মধ্যে ১১ হাজার কোটিপতি হয়েছে। অন্যদিকে তিনকোটি ২৪ লাখ লোক দরিদ্র হয়ে গেছে।” 

এই বাস্তবতা থেকে দেশের স্বার্থে মুক্ত হতে হবে জানিয়ে নজরুল ইসলাম বলেন, “এই কাজটা না করতে পারলে ব্যর্থ হয়ে যাবো। জুলাই থেকে ডিসেম্বর যে চাল আমদানি করা হয়েছে, বাংলাদেশে স্বাধীনতার পর এত চাল আমদানি করা হয় নাই। এই সরকার বলছে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি তাহলে এত চাল আমদানি করা হচ্ছে কেন?”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আজকে যারা ক্ষমতায় আছেন তারা নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করে। আবার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। আজকে যারা ক্ষমতাসীন তাদের আপনজন আবুল বারাকাতের বইয়ে লেখা আছে, ৬০ শতাংশ হিন্দুর জমি দখল করেছে আওয়ামী লীগ।”

মানববন্ধনে যোগ দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “আওয়ামী লীগ কোনো ধর্মনিরপেক্ষ দল নয়। বর্তমান সরকার ভোট ডাকাত। এদের দুই কান কাটা। লোকে কত কথা বলে কিন্তু তারা শোনে না।“

Link copied!